Pages

Thursday, February 14, 2013

নখের সাজপোশাকে ব্যাক্তিতের প্রকাশ

ধুনিকতার সাথে তাল মিলিয়ে আজ-কাল কে না চলতে চায়? আপনার আধুনিক ফ্যাশান এ বাড়তি মাত্রা যোগ করবে আপনার নখের সাজ পোশাক।আপনার সাজ পোশাকে আপনার ব্যাক্তিতের অনেকটাই প্রকাশ পায়,হাতের সাজপোশাক ও তার ব্যাতিক্রম নয়।হাতের ও নখের গড়ন অনুযায়ী নখের সাইজ ঠিক করে নিন।নখ লম্বাটে হলে গোলাকার এবং চওড়া হলে স্কোয়্যার করে কাটলে ভালো মানায়।নখের সাজে সেই কয়েক যুগ ধরে নেইল পলিশ এর বিকল্প নেই।আর এখন কেই বা নখের সাজের জন্য শুধু নেইল পলিশ এর ওপর নির্ভর করে থাকে।

হালের জনপ্রিয় ফ্যাশান এর একটা নেইল আর্ট।নখের উপর আঁকিবুকিফুলের বাহারজেব্রা ক্রসিং,বাঘছাল, দাবার ছক। কিংবা পুরো নখের আকারটাই পয়েন্টেট বা রাউন্ড শেপ করে রঙিন জেল দিয়ে রাঙানো।বাজারে নখের সাজসজ্জার আনুসাঙ্গিক জিনিস এর অভাব নেই এখন ডেকোরেশন নাইল পলিশ,নখের স্টিকার,স্টোন,ডেকোরেশন সেট ইত্তাদি।এই সব জিনিস পাবেন বড় বড় সুপার স্টোর শপে।যেমনঃ আলমাস,নন্দন,মিনা বাজার,তবে দাম একটু বেশি পরবে যেমন ডেকোরেশন নাইল পলিশ ব্র্যান্ড অনুযায়ী দাম পরবে ২৫০-৫০০ টাকা।একটু কম দামে চাইলে আপনাকে বেশ কিছু মার্কেট ঘুরে যাচাই বাছাই করে কিনতে পারেন।তবে আরেটা দিক খেয়াল রাখবেন যে নকল নেইল পলিশে বাজার ভরপুর আসল নেইল পলিশ চিনে নিতে আপনাকে একটু বিচক্ষণ হতেই হবে।সর্বোপরি আপনার নিয়মিত যত্নেই আপনার হাত হয়ে উঠতে পারে আরও মলায়েম,আকর্ষণীয় এবং আপনাকে করে তুলবে সুন্দর...

No comments:

Post a Comment